ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা আলিয়ায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

ঢাকা আলিয়া মাদরাসায় শনিবার রাতের দিকে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

রাতের দিকে হঠাৎ করে হলে দুই দলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানা যায়। তবে ঘটনার কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ সময় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কালের কণ্ঠের সাংবাদিক রাইয়ান একদল শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন। তার মোবাইল ফোন ও লাইভ ডিভাইস জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে, যা এখনও ফেরত দেওয়া হয়নি।

সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পরও কিছু শিক্ষার্থী হলে আটকে ছিলেন। তাদের নিরাপদে বের করে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

HN
আরও পড়ুন