ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কড়াইল বস্তিতে আগুন

পানি সংকটে নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ২০ ইউনিট

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বৌ-বাজার বস্তির আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ টি ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এ আগুন লাগে। রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টায়ও বস্তিতে আগুন জ্বলছিল। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে এখন পর্যন্ত ২০ টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিউটি অফিসার রাশেদ জানান, তীব্র যানজট ঠেলে ফায়ারের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নেভানোর কাজ শুরু করলেও, পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, বস্তির বেশিরিভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের বেশিরভাগই বাড়িতে ছিল না।

এদিকে সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যে যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

LH/FJ
আরও পড়ুন