জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। এনসিপি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়ে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এনসিপির শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে তা জানিয়েছেন।
বিবৃতি বলা হয়েছে, শিক্ষার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসিসহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোন সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরি প্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। দেশের মেধাবী তরুণ–তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শুনতে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।
আরো বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ২৭