ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ কেজি গাঁজাসহ ৫ গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ২৭৩ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত আশুগঞ্জ ও কসবায় এসব অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একাতরী এলাকার শহিদুল্লাহর ছেলে মো. ফরিদ মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫), একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩), কুমিল্লা কোতোয়ালী উপজেলার রসূলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৬) এবং একই উপজেলার লিলু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৬)।

বুধবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে জেলার কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া এলাকায় পরিচালনাকালে মাইক্রোবাসসহ ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল সাড়ে ৫ টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ কিবরিয়া ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকাল সোয়া ৭ টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চরচারতলা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ মাসুম ও জামালকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

NB
আরও পড়ুন