ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেসবুকে অন্যরকম চাকরির বিজ্ঞাপন পোস্ট

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম

ফেসবুকে নতুন ধরনের চাকরির বিজ্ঞাপন পোস্ট করে যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ‘Hero Gaming Cafe’ নামের একটি প্রতিষ্ঠান। পিসি গেমার হিসেবে ৫০ জনকে নিয়োগ দিচ্ছে এমন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপনে বলা হয়েছে, আগ্রহী ও উৎসাহী গেমারদের জন্য এটি একটি স্বপ্নের সুযোগ, যেখানে তারা তাদের গেমিং দক্ষতাকে পেশায় পরিণত করতে পারবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন সর্বনিম্ন ১৫,০০০ টাকা  , কমিশন ও বোনাস।

কর্মস্থল হবে মিরপুরের Hero Gaming Cafe, যেখানে রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত কাজ করতে হবে। বিজ্ঞাপন থেকে জানা যায়, ‘Delta Force’ নামক গেমে দক্ষতা থাকাটা আবশ্যক।

Hero Gaming Cafe এর পক্ষ থেকে ফেসবুক পোস্টে আবেদন করার জন্য একটি ফরমের লিঙ্কও শেয়ার করা হয়েছে। আগ্রহীরা সেখানে আবেদন করতে পারবেন।

DR/SN
আরও পড়ুন