ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম আকাশ (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।

আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো: আজিজুর রহমান সিদ্দিকীর ছেলে।

নিহতের ভাই আলমাছ সিদ্দিকী জানান, তার ভাই ১৫ বছর আগে ২০০৯ সালে জীবিকার খোঁজে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপ নামে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। স্থানীয় সময় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ছয়টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তার খুনের রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেছে।

HN