সীমান্তের নিচে সুড়ঙ্গ ব্যবহার করে অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৩০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পোল্যান্ড-বেলারুশ সীমান্তের নিচে এ সুড়ঙ্গ আবিষ্কার করেছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার এ অভিযান চালানো হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) জানিয়েছে, ধারণা করা হচ্ছে সুড়ঙ্গটি ব্যবহার করে মোট ১৮০ জনের বেশি বিদেশি পোল্যান্ডে প্রবেশ করেছেন। এখনো প্রায় ৫০ জন পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই ইউজভিয়াক জানান, সুড়ঙ্গটি সীমান্তের কাঁটাতারের বেড়া ও পাশের একটি প্রযুক্তিগত সড়কের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছিল। পডলাসিয়ে অঞ্চলের নারোভকা গ্রামের কাছে পডলাসিয়ে বর্ডার গার্ড ইউনিটের সদস্যরা সুড়ঙ্গটি আবিষ্কার করেন।
ইউজভিয়াক বলেন, সুড়ঙ্গটি কয়েক দশ মিটার দীর্ঘ এবং প্রায় দেড় মিটার উঁচু। এর প্রবেশপথ বেলারুশ সীমান্তের ভেতরে প্রায় ৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে লুকানো ছিল। পোল্যান্ডের দিকে এর মুখ ছিল সীমান্ত বেড়া থেকে আনুমানিক ১০ মিটার দূরে।
তিনি জানান, ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ায় কর্মকর্তারা বুঝতে পারেন, অল্প সময়ের মধ্যে একটি বড় দল সুড়ঙ্গটি ব্যবহার করেছে। তাৎক্ষণিক অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
অভিযানে সীমান্তরক্ষীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ইউনিট ও প্রশিক্ষিত কুকুর অংশ নিচ্ছে, যাতে বাকি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা যায়।
সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ভারত, নেপাল ও বাংলাদেশের নাগরিকও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুজনকে মানবপাচার সহায়তাকারী সন্দেহে আটক করা হয়েছে। তাদের একজন পোল্যান্ডের মালোপোলস্কা অঞ্চলের ৬৯ বছর বয়সী বাসিন্দা এবং অন্যজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ার নাগরিক।
অভিযোগ রয়েছে, তারা অভিবাসীদের ইউরোপের পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
সীমান্তরক্ষী বাহিনী সুড়ঙ্গটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এবং জানিয়েছে, চলতি বছর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ ধরনের এটি চতুর্থ সুড়ঙ্গ আবিষ্কারের ঘটনা।
২০২১ সাল থেকে পোল্যান্ড-বেলারুশ সীমান্ত অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে হাইব্রিড অভিযান হিসেবে বেলারুশ ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসী প্রবাহকে উৎসাহিত করছে।
এর প্রতিক্রিয়ায় পোল্যান্ড সীমান্তে ইস্পাতের বেড়া নির্মাণ, নজরদারি অবকাঠামো জোরদার এবং সীমান্ত এলাকায় নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করে।
৩৬ জন বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত