ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যালগারিরতে বিজয় উৎসবের আয়োজন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

বিজয় দিবস উপলক্ষ্যে কানাডার ক্যালগেরিকে আয়োজন করা হয়েছে লাল সবুজের পতাকার প্রদর্শনী। সুইটস অ্যান্ড উৎসব রেস্টুরেন্ট এই আয়োজন করেছে। সেই সাথে বিজয়ের ৫৩ বছরের সাথে মিল রেখে খাবারে ৫৩ শতাংশ বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার মারুফ জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাই বিজয়ের মাসে আমাদের মূল লক্ষ্য।

প্রবাসে থাকলেও মা-মাটি-দেশ আমাদের হৃদয়ে উল্লেখ করে খায়রুল বাশার বলেন, ১৯৭১ ডিসেম্বরে স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে ছিল বিজয়ের বৈজয়ন্তী।

তিনি বলেন, প্রবাসীদের মাঝে বিজয়ের মাসের আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে আগামী ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর রেস্টুরেন্টের সব ধরনের খাবারে ৫৩ শতাংশ ছাড় দিবে। এছাড়াও থাকবে আকর্ষণীয় ছাড়।বীর মুক্তিযোদ্ধা ও শহীদের স্মরণে প্রবাসী বাঙালীদের মাঝে আমরা খাবারে রেখেছি ৩ দিনব্যাপী বিশেষ মূল্য হ্রাস।

FI
আরও পড়ুন