মালয়েশিয়ায় বাংলাদেশসহ চার দেশের ১ হাজার ৭০০ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির সেলাঙ্গরের বন্দর সুলতান সুলেমান শিল্পাঞ্চল থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। রোববার (২৩ জুন) দেশটির সংবাদমাধ্যম দ্য সান এ তথ্য জানায়।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকদের আটক করতে অভিযান চালানো হয়। তিন মাস ধরে ওই এলাকাটি নজরদারিতে রাখা হয়েছিল।
অভিযানের পর কামরুদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ এলাকায় বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে, তাদের মধ্যে বেশ কিছু অভিবাসীর বৈধ কাগজপত্র নেই। তাছাড়া তারা অবৈধভাবে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করছে এবং বৈধভাবে অবস্থান করার শর্ত ভঙ্গসহ নানা অপরাধে যুক্ত রয়েছে।
যৌথ অভিযানে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া (জিআইএম), সেন্ট্রাল ব্রিগেড জেনারেল অপারেশন ফোর্সসহ (জিওএফ) কয়েকটি বিভাগের সদস্যরা অংশ নেন।
ওই কর্মকর্তা জানান, যেসব বিদেশি নাগরিকের বৈধতার জন্য কাগজপত্র তৈরি প্রক্রিয়া চলমান রয়েছে, তাদেরও আটক করা হয়েছে। অভিবাসন আইন ভঙ্গ ছাড়াও তাদের অনেকে অন্যান্য অপরাধেও জড়িত। সূত্র: দ্য সান
