দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ডাকাতের গুলিতে ফিরোজ আলম নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয় তার শ্যালক নাসির উদ্দিন।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে জোহানেসবার্গ শহরের লেনেসিয়া এলাকায় ৩ জনের ডাকাতদল নাসির মিয়ার দোকানে ঢুকে পড়ে। নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় বাধা দিলে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা।
এ সময় দোকানে থাকা নাসির ও তার ভগ্নিপতি মোহাম্মদ ফিরোজ গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ। গুরুতর আহত নাসিরকে বারাকওয়ানা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হতাহত দুজনেরই গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের ইছাপুরে। ফিরোজ তার শ্যালক নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
