আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে আরও ৩১ জন বাংলাদেশিকে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফেরত আসা কর্মীদের অভিযোগ, দীর্ঘ যাত্রাপথে প্রায় ৬০ ঘণ্টা তাদের হাতে হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল। ঢাকায় নামার পরই কেবল তাদের শেকলমুক্ত করা হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে ভুক্তভোগীদের জরুরি সহায়তা ও খাবার সরবরাহ করা হয়। ফেরত আসাদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর ও কুমিল্লার বাসিন্দারাও রয়েছেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ফেরত আসা কর্মীদের মধ্যে অন্তত সাতজন বিএমইটি’র বৈধ ছাড়পত্র নিয়ে প্রথমে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। একেকজন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। তিনি এই অমানবিক আচরণের নিন্দা জানান এবং ভুয়া এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছেন। এর আগে গত ২৮ নভেম্বর ৩৯ জন এবং ৮ জুন ৪২ জন বাংলাদেশিকে একইভাবে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল।

DR/SN