ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিশরে অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ পাওয়ার প্রক্রিয়ায় কঠোরতা এনেছে মিশর। এখন থেকে এই ভিসা সুবিধা পেতে হলে ভ্রমণকারীদের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

সোমবার (৪ আগস্ট) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুধুমাত্র সেই বাংলাদেশি নাগরিকরা ‘অন অ্যারাইভাল ভিসা’ পাবেন- যাদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন অঞ্চল, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান বা নিউজিল্যান্ডের ছয় মাসের বেশি মেয়াদবিশিষ্ট বৈধ এবং পূর্বে ব্যবহৃত ভিসা রয়েছে। এই যাত্রীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ২৫ মার্কিন ডলার ফি দিয়ে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন।

তবে এই সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদের ফেরত টিকিট এবং কমপক্ষে ৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ ব্যাংক ব্যালেন্সের প্রমাণ ইমিগ্রেশনে প্রদর্শন করতে হবে।

এছাড়া গালফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্তে এ সুবিধা পেতে পারেন। তবে তাদের ছয় মাসের বেশি মেয়াদবিশিষ্ট রেসিডেন্ট পারমিটে দক্ষ পেশাজীবী হিসেবে কর্মরত থাকতে হবে।

মিশরীয় দূতাবাস ভ্রমণেচ্ছু সকল বাংলাদেশি নাগরিককে ভিসা সংক্রান্ত সব নিয়ম-কানুন যাত্রার আগে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে ইমিগ্রেশনে কোনো জটিলতা বা বিভ্রান্তির মুখে পড়তে না হয়।

LH/FJ
আরও পড়ুন