ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার-এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসনের সময় উপস্থিত ছিলেন এবং বাংলাদেশিদের বিদায় জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমন করতে হবে এবং এর জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রদূত আরও আহ্বান জানান, দেশে ফিরে প্রত্যেকে যেন তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। দূতাবাস থেকে এ বিষয়ে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে, গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি জানায়, ডিটেনশন সেন্টারগুলোতে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

অবৈধ পথে বিদেশে পাড়ি জমিয়ে বিপদে পড়া অভিবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী, তাদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ মানবিক সহায়তার এক উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

DR/SN
আরও পড়ুন