গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সুদীপ ঘোষ(৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা(৬৯)।
বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র্যালি সড়কে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয় হয়। শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানেন।
নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেশে গিয়েছিলেন।
অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। তিনি বহু বছর ধরে গ্রিসে শ্রমজীবী প্রবাসী ছিলেন।
ইতালি যাওয়ার পরদিনই বাংলাদেশি তরুণের মৃত্যু
কুয়েতে বাংলাদেশিসহ ১০ প্রবাসীর মৃত্যু