ভালো বেতনে বিভিন্ন চাকরির কথা বলে কিরগিজস্তান নেওয়া হলেও কাজ না পাওয়া ও প্রতারিত হয়ে ১৮০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এক বিশেষ ফ্লাইটে কিরগিজস্তান থেকে দেশে ফিরবেন তারা।
ব্র্যাক মাইগ্রেশন জানিয়েছে, গার্মেন্টসে বেশি বেতনের কাজ ও অন্য দেশে চাকরি পাবেন- এ আশায় মধ্য এশিয়ার দেশটিতে গিয়েছিলেন তারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো আকর্ষণীয় ভিডিও দেখে ভালো বেতনে চাকরির খোঁজে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তান যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ রাতে দেশে ফিরবেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা মানুষদের বিমানবন্দরে জরুরি সহায়তা দেবে।
