ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার দিকে ইঙ্গিত দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে তিনি বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই বদলে দেবে ভোটের পরিস্থিতি। সুতরাং সবাই আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
হামিম বলেন, গত ১৭ বছরে প্রায় সাড়ে চার কোটির মতো নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তরুণ প্রজন্মের বড় অংশ এখানে শিক্ষার্থী হিসেবে রয়েছেন। তাই আজকের ভোটাধিকার প্রয়োগ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে কেউ বাধ্য হয়ে বের হননি। ভোট দিতে সময় লেগেছে প্রায় ১০ থেকে ১২ মিনিট।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনার বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এ নির্বাচনে অনাবাসিক ও হোস্টেল শিক্ষার্থীদের উপস্থিতি এবং দায়িত্বশীল ভোটাধিকার প্রয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা ভোটের চূড়ান্ত ফলাফলের দিকে প্রভাব ফেলতে পারে।