ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া এই নিরাপত্তা তৎপরতা চলবে টানা ৩৪ ঘণ্টা, অর্থাৎ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে কঠোর নিয়ন্ত্রণ।
প্রবেশপথে কড়া তদারকি
সকালে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, ফুলার রোডসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ ঘুরে দেখা গেছে, গেটে কড়া অবস্থানে রয়েছেন পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। ক্যাম্পাসে প্রবেশের আগে প্রত্যেককে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। শুধু শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরাই ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন। এমনকি শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত বা জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া কোনো গাড়িকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি।
শিক্ষার্থীদের উপস্থিতি, প্রশাসনের প্রস্তুতি
সকাল থেকে ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবেশপথে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন। ক্যাম্পাসের ভেতরে পরিবেশ শান্ত এবং স্বাভাবিক থাকলেও ভোটকেন্দ্রকেন্দ্রিক তৎপরতা বেশ জমজমাট।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ভোটার ও প্রার্থিতা
নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন।
সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশাসনের নির্দেশনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, শিববাড়ি, ফুলার রোড, উদয়ন স্কুল ও পলাশী ক্রসিংসহ ঢাবির সব প্রবেশপথে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বৈধ আইডিধারী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। গেট ও আশপাশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন।
ডাকসু নির্বাচনে ভোট দেবেন যেভাবে
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ডাকসু নির্বাচনে যেসব দায়িত্ব পালন করবেন পোলিং এজেন্টরা