সানবার্ন দূর করতে অ্যালোভেরার জেল

রোদে ত্বকে পড়ে অতিরিক্ত ট্যান বা সানবার্নের ছাপ। এতে ত্বক হয়ে পড়ে রুক্ষ, কালচে ও প্রাণহীন। বাজারের নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় এই সমস্যা থেকে রেহাই মেলে না। তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সানবার্ন বা ট্যান দূর করতে সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপাদান হতে পারে অ্যালোভেরা জেল।

ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা। এটি ত্বকে ঠাণ্ডা ভাব এনে দেয়, জ্বালা-পোড়া কমায় এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। শুধু অ্যালোভেরা জেল ব্যবহার নয়, একে আরও কিছু উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে সানবার্ন দূর হবে দ্রুত ও কার্যকরভাবে।

কোন কোন উপায়ে অ্যালোভেরা ব্যবহার করবেন

অ্যালোভেরা ও বেসন

স্পর্শকাতর ত্বকে রোদে পোড়া দাগ তুলতে চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বেসন ও ২ চা চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি মুখ, হাত বা যেসব জায়গায় ট্যান হয়েছে সেখানে মেখে রাখুন ১৫ মিনিট। পুরোপুরি শুকানোর আগেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে উজ্জ্বল করে ও ট্যান দূর করতে সাহায্য করে।

অ্যালোভেরা, ডিমের সাদা অংশ ও মধু

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের জন্য এই প্যাক অত্যন্ত উপকারী। একটি ডিমের সাদা অংশ, ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে হাইড্রেট করে এবং পোড়াভাব দূর করে।

অ্যালোভেরা ও পাকা পেঁপে

যাদের তৈলাক্ত ত্বক, তারা ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল, শসার রস এবং পাকা পেঁপে চটকে মিশ্রণটি। এই প্যাকটি মুখ, গলা, হাত ও ঘাড়ে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক ফিরে পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

ত্বক রোদে পোড়া বা ট্যান হওয়া রোধ করতে প্রতিদিন অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে। বাইরে বের হওয়ার পর ত্বক পরিষ্কার করে অ্যালোভেরা জেল লাগালে তা ঠাণ্ডা রাখে এবং কোষ পুনর্গঠনে সহায়তা করে।

বাজারের রাসায়নিক সমৃদ্ধ পণ্যের বদলে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বকের ক্ষতি না করে মিলবে কার্যকর ফল। আর সানবার্ন বা ট্যান দূর করতে অ্যালোভেরা হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য সহায়ক। নিয়মিত ব্যবহারেই মিলবে উজ্জ্বল, মসৃণ ও দাগহীন ত্বক।