শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা হলেও এর প্রভাব অনেকের জন্যই বেশ বিরক্তিকর। ত্বক খসখসে হয়ে যায়, ফ্যাকাশে ভাব ফুটে ওঠে এবং অস্বস্তি তৈরি হয়। এ সমস্যা দূর করতে অনেকেই ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার করেন নারকেল তেল বা অ্যালোভেরা জেল। কিন্তু কোনটি আসলে বেশি কার্যকর?
চিকিৎসকদের মতে, নারকেল তেল ও অ্যালোভেরা জেল দুটিই শুষ্ক ত্বকের জন্য উপকারী। তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
Coconut oil
নারকেল তেল
- এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- ফাটা ও শুষ্ক ত্বক মসৃণ করতে কার্যকর।
- তবে প্রতিদিন মুখে ব্যবহার করলে কারো কারো ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হতে পারে। তাই সপ্তাহে দুইবার ম্যাসাজ করা উত্তম।
Aloe Vera Gel
অ্যালোভেরা জেল
- এটি হালকা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
- যেকোনো মৌসুমে ব্যবহার করা যায়।
- অতিরিক্ত শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।
বিশেষজ্ঞরা বলেন, ত্বকের ধরণ ভিন্ন হওয়ায় একেকজনের জন্য একেক উপায় ভালো কাজ করতে পারে। তাই সরাসরি মুখে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করা জরুরি।