বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) তিনি ঢাকায় এসে পৌঁছান।
সফরের সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাজ্য-বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি। বৈঠকে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।
ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকালে তিনি বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চট্টগ্রামে যুক্তরাজ্য সংশ্লিষ্ট বিনিয়োগ প্রকল্পগুলো পরিদর্শন করে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান খতিয়ে দেখবেন।
ব্রিটিশ হাইকমিশন জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সমর্থন দেওয়া এবং দুই দেশের দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করাই মূল লক্ষ্য।
ব্যারোনেস উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গতিশীল ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে। আমি এখানে এসেছি বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে সহায়তা করার এবং দুই দেশের জন্য নতুন বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ অন্বেষণের জন্য।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, ব্যারোনেস উইন্টারটনের এই সফর যুক্তরাজ্যের বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আমাদের বাণিজ্য অংশীদারিত্ব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।