বিয়ের খরচ মেটাতে সাধারণত কেউ বাড়তি কাজ করেন বা খরচ কমিয়ে আনেন। কিন্তু ফ্রান্সের এক উদ্যোক্তা বেছে নিলেন একেবারে আলাদা পথ- নিজের টাক্সেডোতে বিক্রি করলেন বিজ্ঞাপনের জায়গা! ফ্রান্সের লিল শহরের স্টার্টআপ প্রতিষ্ঠাতা ডাগোবে রেনুফ (Dagobert Renouf) তার বিয়েকে রূপ দিলেন এক অনন্য মার্কেটিং প্রচারণায়।
শনিবার (২৫ অক্টোবর) নিজের বিয়েতে তিনি পরেছিলেন একটি বিশেষভাবে তৈরি টাক্সেডো, যেখানে ২৬টি টেক কোম্পানির লোগো এমব্রয়ডারি করা ছিল।
এই কোম্পানিগুলোর মধ্যে ছিল এআই, SaaS ও সফটওয়্যার সেবা প্রদানকারী বিভিন্ন স্টার্টআপ। এমনকি রেনুফের নিজের প্রতিষ্ঠান CompAi-এর লোগোও জায়গা পেয়েছিল সেই পোশাকে।
রেনুফ এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, ২৬টি স্টার্টআপকে ধন্যবাদ, যারা আমাদের বিয়ের খরচে সাহায্য করেছে। দিনটি ছিল সত্যিই অসাধারণ।
গত জুলাই মাসে রেনুফ ঘোষণা দেন যে তিনি নিজের টাক্সেডোকে ‘বিজ্ঞাপন বোর্ডে’ রূপান্তর করবেন। আইডিয়াটি দ্রুতই ভাইরাল হয়ে যায়, এবং কয়েক সপ্তাহের মধ্যেই সব স্পনসরশিপ স্লট বিক্রি হয়ে যায়। এরপর তিনি এক দর্জির সঙ্গে কাজ করে পোশাকটি তৈরি করান, যেখানে প্রতিটি কোম্পানির লোগো নিখুঁতভাবে সেলাই করা হয়।
রেনুফের এই অদ্ভুত কিন্তু সৃজনশীল উদ্যোগ নিয়ে নেটিজেনরা প্রশংসা ও মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যম।
একজন লিখেছেন,স্টার্টআপদের এমন উদযাপন সত্যিই দারুণ! কমিউনিটির শক্তি এখানেই। আরেকজন বলেছেন, এটাই বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইন! তৃতীয় একজন মন্তব্য করেছেন,এমন সাহসী আইডিয়া বাস্তবায়ন করা সহজ নয়। অভিনন্দন নবদম্পতিকে!
যদিও কেউ কেউ ব্যক্তিগত মুহূর্তকে ব্র্যান্ডিংয়ে ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন, বেশিরভাগই রেনুফের উদ্যোক্তা মনোভাব ও সৃজনশীল চিন্তাধারাকে সাধুবাদ জানিয়েছেন।
রেনুফ দেখিয়ে দিয়েছেন- সৃজনশীলতা আর সাহস থাকলে জীবনের বিশেষ দিনও হয়ে উঠতে পারে এক অনুপ্রেরণামূলক মার্কেটিং গল্প।