বিয়ের আসরে কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন তার মা। বিয়ে পড়ানোর সময় বিষয়টি টের পান বর। এ নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে আসর থেকে পালিয়ে যান বর।
এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। জানা যায়, গত ৩১ মার্চ মো. আজিমের (২২) সঙ্গে বিয়ে ঠিক হয় মানতাশার (২১)। ঠিক করা দিনক্ষণে ফুরফুরে মেজাজেই বিয়ে করতে যান আজিম। বিয়ে পড়ানোর সময় কনের নাম বলতেই আঁতকে ওঠেন তিনি। সন্দেহবশত ঘোমটা তুলে দেখেন কনের বদলে বধূবেশে বসে আছেন তার মা।
এরপর বিষয়টি বুঝতে বাকি থাকেনি আর। সঙ্গে সঙ্গেই বিয়েতে আপত্তি জানান আজিম। জানিয়ে দেন, এই কনেকে বিয়ে করতে পারবেন না তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের একপর্যায়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান আজিম।
মিরাটের পুলিশ জানায়, ঘটনার এক সপ্তাহ পর প্রতারিত হয়েছেন উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন আজিম। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
