টিকটকে আসছে নতুন ফিচার

শুধু ভিডিও শেয়ার নয়, এবার বন্ধুদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগের সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন আপডেটে ব্যবহারকারীরা এখন সরাসরি ভয়েস মেসেজ ও ছবি/ভিডিও পাঠাতে পারবেন, যা প্ল্যাটফর্মটিকে আরও সামাজিক ও ব্যবহারবান্ধব করে তুলছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধাপে ধাপে চালু হচ্ছে। তবে এটি শুধু সেই অ্যাকাউন্টগুলোর জন্য প্রযোজ্য, যেখানে আগে থেকেই ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচার চালু রয়েছে।

টিকটকের মুখপাত্র জাশেল জোনস জানিয়েছেন, “ডিএম ফিচার কেবল ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত। তাই নতুন এই ভয়েস ও ছবি পাঠানোর সুবিধাও কেবল তাদের জন্য প্রযোজ্য।”

নতুন যে ফিচারগুলো যোগ হলো-

TikTok2

ভয়েস মেসেজ পাঠানো-

  • ব্যবহারকারীরা সরাসরি ভয়েস রেকর্ড করে বন্ধুদের পাঠাতে পারবেন।
  • মাইক্রোফোন আইকন চেপে ধরে রাখলেই রেকর্ড শুরু হবে।
  • আঙুল ছেড়ে দিলে অটো সেন্ড হয়ে যাবে মেসেজটি।
  • বাতিল করতে চাইলে রেকর্ডিং চলাকালে আইকনটি ওপরের দিকে টেনে নিতে হবে।

TikTok

ছবি ও ভিডিও পাঠানো-

  • একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে।
  • ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে এখন চলছে যোগাযোগের মূল মাধ্যম হওয়ার প্রতিযোগিতা। টিকটকও সেই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না। প্ল্যাটফর্মটি চায়, ব্যবহারকারীরা যেন শুধু ভিডিও দেখেই না, বরং বন্ধুদের সঙ্গে নিরাপদ ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন।

টিকটক কর্তৃপক্ষের ভাষ্য, এ আপডেটের ফলে ব্যবহারকারীরা আরও ব্যক্তিগত ও মানবিক সংযোগ গড়ে তুলতে পারবেন। ভিডিও দেখা বা আপলোডের বাইরেও তারা চাইলে সরাসরি কথা বলার সুযোগ পাবেন, শেয়ার করতে পারবেন ব্যক্তিগত মুহূর্ত।

এই সুবিধাগুলো এখনও সবার জন্য চালু হয়নি। ধাপে ধাপে আপডেটটি পৌঁছাবে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে। তাই কারও ক্ষেত্রে এখনই ফিচারটি দেখা না গেলে, অপেক্ষা করলেই পাওয়া যাবে পরবর্তী আপডেটে।