বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি টু–স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।
প্রতিষ্ঠানটির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গুগলের মতে, সাম্প্রতিক সময়ে পরিচিত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স সক্রিয়ভাবে জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ফিশিং আক্রমণ চালাচ্ছে। প্রতারণামূলক ইমেইলের মাধ্যমে ভুয়া লগইন পেজে নিয়ে গিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। গুগলের আশঙ্কা, এই গ্রুপ শিগগিরই আরও উন্নত কৌশলে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে।
কেন টু-স্টেপ ভেরিফিকেশন জরুরি: গুগল জানিয়েছে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেয়ে দুই স্তরের নিরাপত্তা অনেক বেশি কার্যকর। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে অতিরিক্ত কোড প্রয়োজন হবে, যা সাধারণত ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসে পাঠানো হয়। এ কারণে অ্যাকাউন্ট নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পায়।
জিমেইল হ্যাক হলে যেসব ঝুঁকি তৈরি হয়: একটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু ইমেইল নয়, ব্যাংকিং, অনলাইন শপিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সেবার তথ্য ঝুঁকির মুখে পড়ে। তাই গুগল সকল ব্যবহারকারীকে এখনই পাসওয়ার্ড পরিবর্তন ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, গত জুনে গুগল এক ব্লগে জানিয়েছিল, শাইনি হান্টার্স গ্রুপ ডেটা ফাঁস করে চাঁদাবাজির নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে। এরপর ৮ আগস্ট প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ইমেইল পাঠিয়ে অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিল।
