দুর্বল ইন্টারনেট সংযোগ অথবা নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এমন পরিস্থিতিতে গুগল ম্যাপস (Google Maps) ব্যবহার করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে গুগল ম্যাপস দীর্ঘদিন ধরে যে অফলাইন ম্যাপ ফিচারটি দিয়ে আসছে, তা এখন অসংখ্য ব্যবহারকারীর জন্য এক নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টারনেট সংযোগ ছাড়াই নির্দিষ্ট এলাকার মানচিত্র দেখা এবং টার্ন-বাই-টার্ন দিকনির্দেশ পাওয়ার সুবিধা থাকায় গ্রামীণ এলাকা থেকে শুরু করে ভ্রমণপিয়াসীদের মধ্যে এই ফিচারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
গুগল ম্যাপ সাধারণত রুট খোঁজা, লোকেশন শনাক্ত করা এবং ট্র্যাফিক পরিস্থিতি দেখার মতো গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। তবে নেটওয়ার্ক দুর্বল হলে বা সংযোগ বিচ্ছিন্ন হলে নেভিগেশনও বন্ধ হয়ে যায়। এই অবস্থায়, অফলাইন ম্যাপ সুবিধা একটি অত্যন্ত কার্যকরী সমাধান হিসেবে কাজ করে।
কীভাবে ব্যবহার করবেন অফলাইন ম্যাপস
গুগল ম্যাপের অফলাইন মানচিত্র ব্যবহার করার প্রক্রিয়াটি খুবই সহজ। ব্যবহারকারীকে প্রথমে প্রয়োজনীয় এলাকা বা শহরের ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে।
- ব্যবহারকারী অ্যাপটি খুলবেন।
- সার্চ বারে মনোনীত এলাকার নাম লিখবেন।
- এরপর নিচে প্রদর্শিত Download offline maps বা Offline maps অপশনে ক্লিক করলে মানচিত্রটি ফোনে সেভ হয়ে যায়।
একবার ডাউনলোড হয়ে গেলে, ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো সময় সেই সংরক্ষিত মানচিত্রটি ব্যবহার করা সম্ভব।
অফলাইনে সংরক্ষিত মানচিত্র ব্যবহার করে নেভিগেশনের সুবিধাও পাওয়া যায়। অ্যাপটি খুলে ডাউনলোড করা এলাকা নির্বাচন করলেই সাধারণ নেভিগেশনের মতোই টার্ন-বাই-টার্ন দিকনির্দেশ পাওয়া যায়।
যদিও অফলাইন মোডে সাধারণ পথনির্দেশনা যথেষ্ট সহায়ক, তবে লাইভ ট্র্যাফিক পরিস্থিতি বা রিয়েলটাইম রাস্তার আপডেট এই মোডে পাওয়া যায় না।
অফলাইন ম্যাপ ফিচারটি ব্যবহার করে মোবাইল ডেটা এবং ব্যাটারি উভয়ই সাশ্রয় করা যায়। ইন্টারনেট প্রয়োজন না থাকায় ফোনকে বারবার নেটওয়ার্ক খোঁজার জন্য শক্তি ব্যয় করতে হয় না, যার ফলে ব্যাটারি সাশ্রয় হয়। পাহাড়ি এলাকা, প্রত্যন্ত অঞ্চল বা নেটওয়ার্ক সংকটপূর্ণ জায়গায় ভ্রমণের সময় এই সুবিধা বিশেষভাবে কাজে আসে।
গুগল ম্যাপসের অফলাইন মানচিত্রগুলো সাধারণত কয়েক সপ্তাহ পরপর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এছাড়া ব্যবহারকারীরা চাইলে Update Offline Maps অপশনের মাধ্যমে এটি ম্যানুয়ালিও আপডেট করতে পারেন। এর মাধ্যমে নতুন রাস্তা, রুট এবং লোকেশন যুক্ত হয়ে মানচিত্রটি সর্বদা আপডেটেড থাকে।
দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকায় যারা নিয়মিত ভ্রমণ করেন বা বাস করেন, তাদের জন্য গুগল ম্যাপসের অফলাইন ম্যাপস নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য এবং অপরিহার্য সমাধান। আগে থেকেই প্রয়োজনীয় জায়গার মানচিত্র ডাউনলোড করে রাখলে নেভিগেশন নিয়ে আর কোনো চিন্তা থাকে না।