ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে যুগান্তকারী সুবিধা। মেটা ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই অ্যাপে চালু হবে থার্ড পার্টি চ্যাট ইন্টিগ্রেশন যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গেও সরাসরি চ্যাট করতে পারবেন, অ্যাপ পরিবর্তন করার প্রয়োজন হবে না।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) অনুযায়ী বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের সেবাগুলো একে-অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্তা বিনিময়ের সুযোগ দিতে হবে। সেই নির্দেশনার পরই মেটার এই উদ্যোগ।
মেটা জানায়, গত কয়েক মাস ধরে ছোট পরিসরে এই ইন্টিগ্রেশন পরীক্ষা করা হয়। এখন ফিচারটি বড় পরিসরে চালুর প্রস্তুতি চলছে। শুরুর ধাপে ‘বার্ডি চ্যাট’ ও ‘হাইকেট’ এই দুই অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হবে। ফলে ইউরোপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেখান থেকেই এসব অ্যাপের বন্ধুদের টেক্সট, ছবি বা ভিডিও পাঠাতে পারবেন।
প্রথম ধাপেই টেক্সট, ভিজ্যুয়াল কনটেন্ট, ভয়েস মেসেজ ও ফাইল আদান-প্রদানের সুযোগ মিলবে। তবে থার্ড-পার্টি ব্যবহারকারীদের নিয়ে গ্রুপ চ্যাট তৈরির অপশন কিছুটা পরে আসবে, কারণ পার্টনার অ্যাপগুলোকে প্রযুক্তিগতভাবে প্রস্তুত হতে সময় লাগবে।
আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোপের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসে একটি বিশেষ নোটিফিকেশন দেখতে পাবেন, যেখানে থার্ড-পার্টি চ্যাট চালু বা বন্ধ করার নির্দেশনা থাকবে। চাইলে যে কোনো সময় ফিচারটি বন্ধ করাও যাবে।
তবে সুবিধাটির সীমাবদ্ধতা হলো-এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব, ডেস্কটপ বা ট্যাবলেট সংস্করণে এটি কাজ করবে না।
নিরাপত্তা বিষয়েও কড়াকড়ি আরোপ করেছে মেটা। যে কোনও থার্ড-পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখতে হবে। পাশাপাশি ব্যবহারকারীরা যেন সহজেই বুঝতে পারেন কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট থেকে এসেছে আর কোনটি বাহ্যিক অ্যাপের-সেই ব্যবস্থাও রাখা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে মেটা প্রথম এই নতুন বার্তা কাঠামোর ঝলক দেখায়। তাতে দেখা যায়-ব্যবহারকারীরা চাইলে থার্ড-পার্টি বার্তার জন্য আলাদা ইনবক্স রাখতে পারবেন অথবা সব বার্তা একসঙ্গে একই ফোল্ডারে রাখতে পারবেন। ভবিষ্যতে নতুন অ্যাপ যুক্ত হলে তা নোটিফিকেশনের মাধ্যমেই জানানো হবে।
মেটা আশা করছে, এই সুবিধা ইউরোপে মেসেজিং অ্যাপ ব্যবহারের রীতিতে বড় পরিবর্তন আনবে।
বাংলাদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা
হোয়াটসঅ্যাপে চালু হলো ‘পাসকি’ ফিচার
চ্যাটজিপিটির বিরুদ্ধে আরও ৭ পরিবারের মামলা