ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ছয় নম্বরে রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার আপডেটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে। 

২৭০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষ অবস্থানে আছে পশ্চিমবঙ্গের কলকাতা, ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, ২৪০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর, ২০৩ স্কোর নিয়ে পাঁচ নম্বরে চীনের উহান। সবকটি শহর বায়ুমান সূচকে ‘খুবই অস্বাস্থ্যকর’। 

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

SN