বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১০ এএম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে। ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও বৈশ্বিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের ঝুঁকে পড়ায় সোনার দাম এই রেকর্ড গড়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৬ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার ১ দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৯ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষক রস নরম্যানের মতে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে সোনার দাম প্রতি আউন্স ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। এ সময়ে গড়ে সোনার দাম দাঁড়াতে পারে প্রায় ৫ হাজার ৩৭৫ ডলার।

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে বাড়তে থাকা টানাপোড়েন চলতি বছর বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াবে—এমন প্রত্যাশা থেকেই সোনার বাজারে নতুন গতি এসেছে। পাশাপাশি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ পরিস্থিতিও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে।

ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যনীতি নিয়েও উদ্বেগ বাড়ছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুসরণ করলে তিনি কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, এমন চুক্তি কানাডাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

রয়টার্সের তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৬৪ শতাংশ। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ–ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগ। বিশেষ করে ডিসেম্বরে চীনের সোনার কেনার ধারা টানা ১৪ মাস ধরে অব্যাহত ছিল।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৪ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ২১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৭৬২ দশমিক ২৫ ডলারে নেমেছে। তবে স্পট প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৪ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

AHA
আরও পড়ুন