হাদিকে গুলি করা সন্দেহভাজন কে এই ফয়সাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। সিসিটিভি ফুটেজ এবং ভুক্তভোগীর প্রচারণার ছবি বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে শনাক্ত করেছে। তদন্তে বেরিয়ে আসছে ফয়সালের রাজনৈতিক পরিচয় ও অপরাধ জগতের চাঞ্চল্যকর তথ্য।

লিংকডইন প্রোফাইল ও রাজনৈতিক নথিপত্র ঘেঁটে জানা গেছে, ফয়সাল করিম ২০১৯ সালে ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঢাকা-১২ আসনের ‘নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ওয়াইসিইউ টেকনোলজি ও অ্যাপল সফট আইটির মালিক। ২০১৬ সালে তার প্রতিষ্ঠান ‘ব্যাটল অব ৭১’ নামে একটি গেম তৈরি করে, যার উদ্বোধনীতে তৎকালীন সরকারের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, ফয়সাল করিম নিজেকে ইনকিলাব মঞ্চের সমর্থক বা কর্মী হিসেবে পরিচয় দিয়ে শরিফ ওসমান হাদির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। হাদির সাম্প্রতিক প্রচারণার ছবিতে ফয়সালকে তার পাশেই দেখা গেছে। পুলিশের ধারণা, বিশ্বাস অর্জন করে সুযোগ বুঝেই তিনি গুলি চালিয়েছেন।

ফয়সালের অপরাধ জগত নতুন নয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর গত ২৮ অক্টোবর আদাবরের একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় তিনি প্রধান আসামি ছিলেন। র‍্যাব তাকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। বিস্ময়করভাবে, মাত্র ৩ মাস ৮ দিনের মাথায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। জামিনে বেরিয়েই তিনি এই হামলায় অংশ নেন। এত দ্রুত একজন অস্ত্রধারী সন্ত্রাসীর জামিন পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

ফয়সাল করিম বর্তমানে পলাতক। তাকে ধরিয়ে দিতে বা তথ্য দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তারে সর্বস্তরের সহায়তা চেয়েছে।

DR/SN