রাজধানীর বাসাবো এলাকা থেকে টিপু মোল্লা (৫০) নামে এক নিখোঁজ ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত টিপু মোল্লা একই এলাকার ইয়াদ আলী মোল্লার ছেলে। তার বাসা ৫৭ উত্তর বাসাবো, মুন লাইট গলিতে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সবুজবাগ জোনের এডিসি জাহিদ হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।
টিপু মোল্লা গত ১২ ডিসেম্বর বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার বিকেলে তার বাসা থেকে ১০০ গজ সামনে থাকা একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত জায়গায় মরদেহটি পড়ে ছিল।
৫০ ছবি বিশ্লেষণে জানা গেল হাদির ওপর হামলাকারীর যে তথ্য 