হাজারীবাগে হোস্টেল থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

রাজধানীর হাজারীবাগ এলাকার জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাত আরা রুমী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ছাত্রীবাসের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জান্নাত আরা রুমী পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, নিহত শিক্ষার্থী ওই এলাকায় বসবাসের সময় এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জান্নাত আরা রুমী ধানমন্ডি থানার এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

SN
আরও পড়ুন