হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন হাজারো ছাত্র-জনতা। কারো হাতে জাতীয় পতাকা, কারো মুখে স্লোগান- পুরো এলাকা এখন উত্তাল।

সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর শনিরআখড়া, রামপুরাসহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে শাহবাগে আসছেন সাধারণ মানুষ। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’- এমন সব স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ চত্বর।

বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি, প্রতিবাদ জানাতে সকালেই চলে এসেছি।’ রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ‘হাদি ভাইয়ের মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আঘাত পান। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

DR/AHA
আরও পড়ুন