এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকেই এই আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

DR/FJ
আরও পড়ুন