মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় জড়িত প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোসাব্বির। এই হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার ছায়া তদন্তে নেমে ডিবি পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মূল ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহত আজিজুর রহমান মোসাব্বির বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছিলেন এবং জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুনরায় দলীয় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। তাঁর এই হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য শনিবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

DR
আরও পড়ুন