মেরামত হলো ক্ষতিগ্রস্ত ভালভ, গ্যাস সরবরাহ স্বাভাবিক 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাস ভালভটি সফলভাবে মেরামত ও প্রতিস্থাপন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ ছিল। 

NB/AHA
আরও পড়ুন