বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকা অবস্থান কত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

জলবায়ু পরিবর্তন ও নানা কারণে মেগাসিটি ঢাকার বাতাসের মান দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বৃষ্টির প্রভাবে বায়ুমান কিছুটা উন্নত হলেও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বাতাস পুনরায় ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ফিরেছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) থেকে প্রাপ্ত সকাল ৯টা ৩০ মিনিটের তথ্য অনুযায়ী, ৪২৭ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দিল্লির বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকায় ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

অন্যদিকে, ২৪৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের পাঁচটি প্রধান উপাদান—বস্তুকণা (PM10 ও PM2.5), NO2, CO, SO2 এবং ওজোন-এর ওপর ভিত্তি করে একিউআই (AQI) নির্ধারণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণে এই মৃত্যুর হার বাড়ছে, যার মধ্যে শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

DR/AHA
আরও পড়ুন