নিজস্ব প্রতিবেদক: কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও “জাতীয় শোক দিবস, ২০২৩” পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে খতমে কুরআন, আলোচনা সভা, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও বিভাগীয় কমিশনার কমপ্লেক্স মসজিদ, সেগুনবাগিচায় দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন এবং ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের সকল শহীদদের নিয়ে আলোচনা করেন।
আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন- সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভী), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (ওয়ার্কস), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (ডিপি) সহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধতন কর্মকর্তাগণ।

দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।
