ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩৬ এএম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করে। এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন নির্ধারণ করা ১২ হাজার ৫০০ টাকা বেতন তা তারা মানেন না। এদিকে আশেপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অপরদিকে, বর্তমানে মিরপুর ১০ নম্বরেও অবস্থান নিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। সেখানেও সড়ক অবরোধ করার চেষ্টা করছেন তারা।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

MB
আরও পড়ুন