ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও বইমেলা নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।
তিনি জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক সাপোর্ট টিম থাকবে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে। এ ছাড়া ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণের চলাচল নির্বিঘ্ন ওইদিন শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত ক্রসিংসহ ১৩টি মোড় বন্ধ থাকবে।
