ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেব্রুয়ারিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আয় ৬ কোটি ৩৬ লাখ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে চলতি ফেব্রুয়ারি মাসের ২১ দিনে প্রতিদিন গড়ে ৪২ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ৬ কোটি ৩৬ লাখ টাকা।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের সূত্রে জানা গেছে, চালুর প্রথম মাসে (সেপ্টেম্বর) ৮ লাখ ৩৬ হাজার ৩৪৭টি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। টোল আদায় হয়েছে ৬ কোটি ৮৪ লাখ টাকা।

গত বছর ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এসময় যানবাহনগুলোকে সর্বনিম্ন ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত টোল নির্ধারণ করে দেয় সরকার।

এদিকে এক্সপ্রেসওয়ের টোল বুথে যানবাহনের দীর্ঘ সারি কমাতে আগামী এপ্রিল মাসের মধ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি স্থাপন করতে এফডিইইকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক ও সেতু কর্তৃপক্ষ। এ ছাড়াও এক্সপ্রেসওয়ের টোল বাড়ানোর  প্রস্তাব সরকারকে দিতে চায় বলে প্রকল্প সূত্রে জানা গেছে। 

 

AS/WA
আরও পড়ুন