রমজান শুরু হওয়ার আগে থেকেই বাজারে খেজুরের দাম ছিল চড়া। এনিয়ে শুরু থেকেই ভোক্তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। রমজান শুরু হতে না হতেই খেজুরের সেই দাম আরো বেড়ে গেছে। এ নিয়ে ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে সরকার গতকাল মঙ্গলবার অতি সাধারণ বা নিম্নমানের খেজুর ১৫০ টাকা থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর ১৭০ টাকা থেকে ১৮০ টাকা বিক্রির জন্যে দাম নির্ধারণ করে । কিন্তু, বুধবার (১৩ মার্চ) বাজারে গিয়ে দেখা গেছে সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা।
এ বিষয়ে ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছেন, তারা বেশি দামে খেজুর কিনে লোকসানে বিক্রি করতে পারবে না। সামান্য লাভ রেখেই খেজুর বিক্রি করছেন।
চড়া দামে খেজুর বিক্রি নিয়ে ক্রেতারা ক্ষোভ, হতাশা ও অসহায়ত্ব প্রকাশ করেছেন। সেই সাথে সরকারের বাজার তদারকি না থাকাকেও দুষছেন তারা ।
বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত অতি সাধারণ বা নিম্ন মানের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা ১০ দিন আগেও ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতো বলে ব্যবসায়ীরা জানান ।
একইভাবে বহুল ব্যবহৃত জাইদি খেজুর বিক্রি হচ্ছে ২৭০ টাকা থেকে ২৮০ টাকা, যা সপ্তাহের ব্যবধানে ৫০ দাম বেড়েছে বলে বিক্রেতারা স্বীকার করেন ।
কারওয়ান বাজারের খেজুর বিক্রেতা মামুন হোসেন বলেন, আমরা খুচরা বিক্রেতা। বেশি দামে খেজুর কিনে আনলে বেশি দামেই বিক্রি করতে হয় । অনেক টাকা লগ্নি করে কিছু তো লাভ করতে হবে।
আহমেদ আলী নামের একজন ক্রেতা কিছুটা ক্ষোভ ও হতাশার সুরে বলেন, বাংলাদেশে প্রায় সব পণ্যের দাম বেড়েছে । একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ভালো রাখেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার বাজার তদারক করতে পারছে না বলেই ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছে ।
খেজুর কিনতে আসা মধ্যবয়সী আব্দুল মালেক নামের একজন চিকিৎসক একটু ভালো মানের খেজুর কিনে বললেন, যে খেজুর কিনলাম তার দাম কিছুদিনের ব্যবধানে ১০০ টাকা বেড়েছে।
সরকার মাত্র দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকা উন্নত মানের খেজুরের দামও বেড়েছে অনেক বেশি।
খেজুরের বাজার ঘুরে দেখা যায়, মরিয়ম খেজুর মান ও প্রকারভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত। গত ৬ মাস থেকে এক বছরে এই খেজুরের দাম বেড়েছে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা ।
গত ৬ মাস থেকে এক বছরে কেজিপ্রতি ৯০০ টাকা থেকে ১২০০ টাকার মাবরুম খেজুর বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত ।
কেজিপ্রতি মেডজুল খেজুরের দাম ছিল ১০০০ টাকা। গত এক বছরে দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ১৮০০ টাকা ।
এক বছরে দাম দ্বিগুণ হয়ে আজোয়া খেজুর বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা দরে।
