ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খলিলের চেয়ে কম দামে মাংস বিক্রি করছেন নয়ন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:০৬ এএম

পুরান ঢাকার নয়াবাজারের মাংস বিক্রেতা নয়ন রমজান উপলক্ষে ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছেন । এর আগে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করে আলোচনায় এসেছেন শাজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। খলিলের কেজিতে ১৫ টাকা কমে গরুর মাংস বিক্রি করছেন নয়ন। 

রোববার (১৭ মার্চ) দুপুরে আরমানিটোলার আহমেদ বাওয়ানী স্কুল ও কলেজের সামনে অবস্থিত নয়নের মাংসের দোকান পরিদর্শনে গিয়ে ৫৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

নয়নকে ধন্যবাদ জানিয়ে সফিকুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে নয়ন সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। উজ্জ্বল, নয়ন, খলিল সমাজে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন যে, সৎ ইচ্ছা থাকলে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করা সম্ভব। যদি চামড়ার ন্যায্যমূল্য প্রদান, ফিডের মূল্য কমিয়ে আনা, উন্নত জাতের গরু নির্বাচন ও হাসিল যৌক্তিক পর্যায়ে আনা যায়, তবে ৫০০ টাকাও মাংস বিক্রি করা সম্ভব হবে।

মিরপুর ১১ নম্বরের লালমাটি এলাকার মাংস ব্যবসায়ী উজ্জল। সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করেই কম দামে গরুর মাংস বিক্রি করছেন তিনি। ৬৩০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে অন্য ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন উজ্জল।

MB/AST
আরও পড়ুন