ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছিল বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে দোয়ায় বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন। 

ঈদ জামাত উপলক্ষে সকাল থেকেই বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। মসজিদের দক্ষিণ গেটের দুটি আর্চওয়ে দিয়ে প্রবেশ করেছেন মুসল্লিরা। গেটে পুলিশ এবং র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

MB/AST
আরও পড়ুন