ঢাকা ওয়াসার বিভিন্ন স্পটে বিনামূল্যে পানি বিতরণ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম

ঢাকা ওয়াসা তীব্র দাবদাহে বিনামূল্যে রাজধানীর বিভিন্ন স্পটে পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। ওয়াসার মতো একই উদ্যোগ গ্রহণ করতে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, তীব্র দাবদাহে সরকার ইতিমধ্যে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। ঢাকা শহরের ন্যায় সারাদেশের মানুষ গরমে অসুস্থ ও অতিষ্ঠ হয়ে পড়েছে, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ। উচ্চ  ও মধ্যবিত্ত মানুষ বোতলজাত পানি কিনে খেতে পারলেও শ্রমিক এবং খেটে খাওয়া সাধারণ জনগোষ্ঠী সুপেয় পানি পেতে চরম ভোগান্তিতে আছেন। এমন অবস্থায় ঢাকা ওয়াসা হতে বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নাগরিকদের চিকিৎসা, স্যালাইন এর ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সাথে আরো তিন ওয়াসা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে দেশব্যাপী সুপেয় পানি স্যালাইন ও চিকিৎসা বিশেষ করে ওষুধপত্র নিয়ে দেশব্যাপী কার্যক্রম শুরুর আহ্বান জানান। একইভাবে কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চবিত্তদের প্রতি তিনি আহ্বান জানান।

AST