তাপপ্রবাহে রাজধানীতে একজনের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম

চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিনে হিটস্ট্রোকে মারা গেছে বেশ কয়েকজন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বিরাজমান। তীব্র তাপপ্রবাহে মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার গুলিস্তানে হাঁটার সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেটা নিশ্চিত করে বলতে পারেনি কর্তব্যরত চিকিৎসক।নিহত ওই ব্যক্তির নাম আলমগীর সিকদার (৫৬)। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকার বাসিন্দা।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআইয়ের ধারণা, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারসেলীনা সরকার বলেন, পথচারীরা এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি রাস্তায় পড়েছিলেন। তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে নাকি অন্য কারণে, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।

HK/FI
আরও পড়ুন