ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টির আশায় বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে রহমতের বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ নামাজ অনুষ্ঠি হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। 

সারাদেশে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পর করা বিশেষ মোনাজাতে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়। 

এদিকে, বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগের হাজী আবুল আলিম মাঠে ইসতেসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ফজরের নামাজের পর পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙনেও অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে নামাজ ও মোনাজাত করা হয়। মুসল্লিরা কান্নাজড়িত কন্ঠে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন।

এছাড়া, রাজশাহী, খুলনা, ঝিনাইদহসহ বেশ কয়েকটি জেলায় খোলা ময়দানে জড়ো হন হাজারো মানুষ। এরপর বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেন।

 

MB/AST
আরও পড়ুন