ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণ বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১০:৩৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ফলে ব্যস্ততম মহাসড়কটিতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেয়া হচ্ছে না।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়ার ঘটনা ঘটে। 

শনির আখড়া এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ নিয়ে চলমান কোটা আন্দোলনে ৭ জনের মৃত্যু হলো। 

MB/SM
আরও পড়ুন