ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ নেতা আনন্দ প্রকাশ চাকমা নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরে ইউপিডিএফের সংগঠন মাইকেল চাকমার স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ সাংবাদিকদের দেওয়া হয়।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ২০১৯ সালে ২৫ ফেব্রুয়ারি আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির দাবি, আনন্দ চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা হত্যার পরিকল্পনাকারী এবং হত্যাকান্ডে অংশগ্রহণকারী।
সাংবাদিকদের দেওয়া প্রেস রিলিজে বলা হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। রাজবন্দিদের মুক্তি দেওয়া শুর হলেও পার্বত্য চট্টগ্রামের বন্দি ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এখনো মুক্তি দেওয়া হয়নি। তারা বিনা বিচার অন্তরীণ রয়েছেন। তাদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
