৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীর চলতি বছরের পরীক্ষা বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অবশ্য এসব শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যার প্রেক্ষিতে ১০টি জেলা থেকে পাওয়া অভিযোগ, পরীক্ষার্থীদের উত্তরপত্র, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকদের প্রতিবেদন এবং পরীক্ষার্থীদের লিখিত জবাব পর্যালোচনা করা হয়। 

এতে দেখা যায়, অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনা এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪৩ জন পরীক্ষার্থীর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়। তবে তারা আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

শাস্তি পাওয়া ৪৩ পরীক্ষার্থীদের রোল নম্বর হলো ১২৯২১৩, ১১৩৫১১, ৩০৮৩৩২, ৩৫৩১৫৪, ৩৬৮৩৭৭, ৩৬৮০১৭, ৩৬৮৪৪৪, ৩৬০৯৮৬, ৩৬৩২৯৮, ১০২১১২, ৩১১৭৬৯, ৩৪৮৪৪৩, ১৮৭০৯২, ১২০৮৯২, ১৩৯৪৮৮, ১০৩৩৬১, ১০২৩৭৫, ৩৩৬৬৯২, ৩২৭৪৭৪, ৫০৮৮৬৫, ৩২৪৮৮১, ৩৬৮৩৭৩, ৩৬৮৪০৫, ৩৬৭৯৬৫, ৩৬৩১৮৫, ৩৬৩১৫০, ৫১২৬৮৬, ৩২২২১১, ১৯০৪৮৬, ৩২৩২৬২, ৩২৩৪৭৫, ৩১৬১৯২, ৩৩৭০৪৫, ৩৩০৫৯৭, ৩৬৮৫০৮, ৩৬৮৩৫৭, ৩৬৭৮১৬, ৩৬৭৯৫৮, ৩৬৭৯৬১, ৩৫৮৭১৮, ৩৫৭৯৯২, ২৯৬৩৫৫ এবং ৪৯৬৪২১।

এসময় আরও উপস্থিত ছিলেন, বোর্ডের প্রশাসন ও সংস্থাপন বিভাগের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ ও বিদ্যালয় পরিদর্শক, সরকারি কলেজের অধ্যক্ষ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক), প্রধান শিক্ষক প্রতিনিধি, আইন উপদেষ্টা এবং কর্মকর্তারা।

NB/FJ
আরও পড়ুন