হাদিকে হত্যাচেষ্টা

পালাতে সহায়তার কথা স্বীকার অভিযুক্ত ফয়সালের বাবা-মায়ের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা-মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা স্বীকার করেছেন, ঘটনার পর ছেলেকে পালাতে এবং আলামত লুকাতে তারা সহায়তা করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরায় ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোছা. হাসি বেগম (৬০)। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০ এবং পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

আদালতে দেওয়া জবানবন্দিতে ফয়সালের বাবা-মা জানান, ঘটনার পর তারা আসামিকে পালাতে টাকা ও পরিবহন দিয়ে সাহায্য করেছেন এবং অস্ত্র বা আলামত লুকাতে ভূমিকা রেখেছেন।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ঘটনার পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। সেখানে একটি ব্যাগ লুকানো এবং নিজের ব্যবহৃত মোবাইল ফোন ধ্বংস করার চেষ্টা করেন। বাবা হুমায়ুন কবির তাকে টাকা এবং সিএনজি ভাড়া করে নিরাপদে সরে যেতে সহায়তা করেন। পরে তারা কেরানীগঞ্জে ছোট ছেলের বাসায় আত্মগোপন করেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। পুলিশ ইতোমধ্যে মূল শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে শনাক্ত করেছে। এ ঘটনায় ফয়সালের স্ত্রী, প্রেমিকা, শ্যালক এবং সহযোগী কবির ও নোমানকেও আইনের আওতায় আনা হয়েছে।

DR/FJ
আরও পড়ুন